এ রোগ হলে গাছের পাতা হলদে হয়ে শুকিয়ে যায়,
ধীরে ধীরে গাছ ঢলে পড়ে এবং মারা যায়।
এর প্রতিকার হল:
১। আক্রান্ত গাছ তুলে ক্ষেত পরিস্কার করা
২। চারা লাগানোর ১০-১৫ দিন পর থেকে কপার অক্সিক্লোরাইড
বা কাবেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন: চ্যাম্পিয়ন ২ গ্রাম / লি. বা ব্যাভিস্টিন
১ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে গাছে ও গাছের গোড়ায় ১০ দিন পরপর ৩-৪ বার স্প্রে করা
।